
প্রকাশিত: Wed, Dec 27, 2023 11:56 PM আপডেট: Tue, Apr 29, 2025 12:29 AM
[১]নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
সাঈদুর রহমান: [২] নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ জয়ের আশা নিয়ে মাঠে নামলেও, সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি শান্তবাহিনী। ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। তবে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই নিজেদের এগিয়ে রেখেছে টাইগাররা। প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে বাংলাদেশ।
[৩] বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলো টাইগাররা। ব্যাটিংয়ে সফরকারীদের ১৩৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৮ বল ও পাঁচ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় শান্তবাহিনী। সেই সঙ্গে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়ন্টিতে জয় পেয়েছে টাইগাররা। এর আগে কিউইদের মাটিতে ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও একটিতেও জয় পায়নি বাংলাদেশ। অবশেষে এবার জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
[৪] স্বল্প রানের জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন টাইগার ওপেনার রনি তালুকদার। তবে ১০ রান করে ক্যাচ আউট হন তিনি। এরপর লিটনকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন শান্ত। ১৯ রান করে আউট হন এই টাইগার অধিনায়ক। ইনিংস বড় করতে পারেনি সৌম্য সরকারও। ২২ রান করে বোল্ড আউট হন তিনি।
[৫] কিন্তু অপর প্রান্ত আগলে রাখেন লিটন কুমার দাস। ১৯ রান করে তাকে সঙ্গ দেন তাওহিদ হৃদয়। এরপর ১ রানে আফিফ আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। তবে লিটনের ৩৬ বলে ৪২* এবং শেখ মাহেদীর অপরাজিত ১৫* রানে ভর করে ৯ বল ও ৫ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। বল হাতে গুরুত্বপূর্ণ দুই উইকেট ও শেষ দিকে ১৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন শেখ মাহেদী।
[৬] এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাজঘরে ফেরেন দুই কিউই ওপেনার টিম সেইফার্ট (০) ও ফিন অ্যালেন (১)। পরের বলে গ্লেন ফিলিপিস আউট হলে দলীয় ১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড।
[৭] কিউই শিবিরের হাল ধরার চেষ্টা করেন ড্যারিল মিচেল। ১৪ রানে মিচেল আউট হলে, ১৯ রান করে তাকে সঙ্গ দেন মার্ক চ্যাপম্যান। এতে দলীয় ৫০ রানে পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা।
[৮] এরপর অধিনায়ক মিচেল স্যান্টনারকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টায় রান তুলতে থাকেন জেমস নিশান। ২৩ রান করে স্যান্টনার আউট হলেও, ব্যাট চালাতে থাকেন নিশান। তবে ফিফটি পূরণের আক্ষেপ নিয়ে ৪৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। শেষ দিকে টিম সাউদি (৮) ও ইশ সোধি ২ রানে আউট হলে, অ্যাডম মিলনের অপরাজিত ১৬ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানের লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড।
[৯] বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। শেখ মাহেদী ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়াও রিশাদ হোসেন ও তানজিম হোসেন সাকিব একটি করে উইকেট নেন। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
